বৃহস্পতি. সেপ্টে. 19th, 2024

রংপুর রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
প্রতিশ্রুতিশীলদের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ক্লাব রংপুর (আরসিআর) এর দ্বি-বার্ষিক নির্বাচনে আব্দুল হালিম আনছারী-বায়েজীদ-ফারুক প্যানেল নিরঙ্কুশ বিজয় পেয়েছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে ভোট গণনা শেষে বে-সরকারিভাবে এই ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

কমিশন ঘোষিত ফলাফলে ১১টি পদের মধ্যে মোজাফ্ফর-ওসমানী-মানিক প্যানেল থেকে সহ-সভাপতি পদ ব্যতিত বাকি সবগুলো পদে নির্বাচিত হয়েছেন আনছারী-বায়েজীদ-ফারুক প্যানেলের প্রার্থীরা।

নির্বাচিতরা হলেন: সভাপতি পদে আব্দুল হালিম আনছারী (ইনকিলাব), সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোজাফ্ফর হোসেন (তুফান), সহ-সভাপতি মমিনুল ইসলাম রিপন (পরিবেশ), সাধারণ সম্পাদক শাহ্ বায়েজীদ আহম্মেদ (একাত্তর টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক (বার্তা২৪/দাবানল), কোষাধ্যক্ষ এসএম ইকবাল সুমন (দাবানল), দপ্তর সম্পাদক এনামুল হক (প্রথম খবর), প্রচার সম্পাদক হারুন-অর-রশিদ হারুন (বায়ান্নর আলো), ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান মিজান (আমার সংবাদ), সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক আফরোজা বেগম এবং কার্যকরি সদস্য পদে মিজানুর রহমান লুলু (যুগের আলো), আমিরুল ইসলাম (কলকাতা টিভি), আজম পারভেজ (গাজী টিভি) শরিফুল ইসলাম সম্রাট (প্রথম খবর), ইমরোজ ইমু (যুগের আলো)।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও ক্লাবের আজীবন সদস্য অধ্যক্ষ আখতারুজ্জামান সাজু রাতে ফলাফল ঘোষণার পর পরিচ্ছন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তার জন্য সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।