রংপুরের কাউনিয়ায় পূজা কমিটির সাথে প্রশাসনের মতবিনিময় সভা
কাউনিয়া(রংপুর)প্রতিনিধি ঃ
রংপুরের কাউনিয়া উপজেলায় আসন্ন শারদীয় দুর্গা পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৯সেপ্টেম্বর)দুপুরে উপজেলা অডিটরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, দুর্গা পূজার সময় শান্তিপূর্ণ ও উৎস মুখর পরিবেশ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুজা মন্ডপ গুলিতে সিসি/আইপি ক্যামেরা, প্রয়োজনে রিচার্জএবল আইপি ক্যামেরা স্থাপন করতে হবে। ধারনকৃত ভিডিও ফুটেজ রেকর্ড সংরক্ষন করতে হবে। স্থাপনকৃত সিসি/আইপি ক্যামেরার সাথে ইউএনও অফিস ও থানাকে যুক্ত করতে হবে। সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে কতিপয় দুস্কৃতিকারী চক্র দুর্গা পূজাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিবেশ তৈরী করতে না পারে সে জন্য সকলকে সচেতন থেকে সকল ধরনের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় বক্তব্য রাখেন, আনসার ভিডিপি কর্মকর্তা ফেরদৌসী আকতার, বনগ্রাম মন্দির কমিটির সভাপতি এ্যা. ইন্দ্রজিৎ রায়, বিজয় গোস্বামী মন্দিরের সভাপতি পরেশ চক্রবতী, কুর্শা বাজার মন্দির কমিটির সভাপতি উজ্জল কুমার বাদল, মাঝি পাড়া সার্বজনীন মন্দিরের সভাপতি গোবিন্দ দাশ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন দুর্গা মন্দির কমিটির নেতৃবৃন্দ।