মঙ্গল. নভে. 12th, 2024

রংপুরের কাউনিয়া হাসপাতালের সামন থেকে মটর সাইকেল চুরি

স্টাফ রিপোর্টার ঃ
রংপুরের কাউনিয়া উপজেলা হাসপাতালের সামন থেকে মটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান ভুক্তভোগী।


অভিযোগ ও ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়, আজ(৯অক্টোবর)বুধবার সকাল সারে ১১টার দিকে উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক সাধারণ সম্পাদক গোলাম আজম তার ব্যবহৃত মটর সাইকেল যোগে কাউনিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য যান। তিনি হাসপাতালের নতুন ভবনের সামনে নীল রংয়ের ঃ TVS Metro plus-110, রেজি নং-রংপুর-হ-১৪-৩৫০৫,যাহার ইঞ্জিন নং- CFILG1478903, চেসিস নং-MD625CF13GIL10863, আনুমানিক মূল্য- ১,৫০,০০০/-টাকার মটরসাইকেল এর হ্যান্ডেল লক করিয়া হাসপাতালের নতুন ভবনের ভিতরে টিকিট কাউন্টারের সামনে যান। সেখানে অনুমান ৫মিনিট পরে এসে দেখেন তার মটর সাইকেলটি নাই। তাৎক্ষনিক আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন এবং বিভিন্ন জায়গায় খোঁজা খুঁজির পর মটর সাইকেল টি পাওয়া যায়নি। মটরসাইকেলটি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।


উপজেলা সদর বালাপাড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম জানান, কাউনিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে অনেক মটর সাইকেল চুরি যায়। কিন্তু হাসপাতালে সিসি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে কি ভাবে মটর সাইকেল চুরি গেল বিষয়টি দুঃখ জনক।


অবসর প্রাপ্ত বিডিআর সদস্য রাশেদুল ইসলাম জানান, বেশকিছু দিন থেকে মটর সাইকেল চুরি বন্ধ ছিল, আবার যেন সক্রিয় হয়ে না উঠতে পারে চোর সংঘবদ্ধচক্র এজন্য প্রশাসনসহ সকলে সজাগ থাকলে চুরি রোধে হবে।
মটর সাইকেল চুরির বিষয়ে কাউনিয়া থানা অফিসার ইনচার্জ এস এম শরীফ বলেন, মটর সাইকেল চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ মটর সাইকেল উদ্ধারে তৎপর রয়েছে। চুরি রোধে সবাইকে সচেতন থাকার আহবান জানান তিনি।