মঙ্গল. নভে. 12th, 2024

রংপুরের হারাগাছে আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

হারাগাছ(রংপুর)সংবাদদাতা :

রংপুরের হারাগাছ পৌরসভার ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবে আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

গতকাল(২১জুলাই)বৃহস্পতিবার দুপুরে হারাগাছ পৌরসভার ৫নং ওয়ার্ডের পোদ্দারপাড়ায় ও ১নং ওয়ার্ডের ক্যানেলটারীতে আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন হারাগাছ পৌর মেয়র এরশাদুল হক এরশাদ। উদ্বোধন কালে পৌর মেয়র বলেন হারাগাছ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উন্নয়ন কাজ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর নুরফুল ইসলাম, শহিদুল ইসলাম সবুজ, সুকাতারা পারভীন, সুমাইয়া বেগম, জীবন্নাহার পান্না আফরোজ। স্থানীয় সুধী খায়রুজ্জামান মিন্টু, আব্দুর রাজ্জাক লেবু, ফিরোজ কবীর, কার্য সহকারী আব্দুল্লাহ হিরুসহ এলাকার সুধীবৃন্দ।

হারাগাছ পৌরসভার উপসহকারী প্রকৌশলী কামরুল ইসলাম জানান এডিপি বরাদ্দ থেকে পোদ্দারপাড়ায় ৭ লক্ষ ৭৭ হাজার টাকা ব্যয়ে আরসিসি ড্রেন ও ক্যানেলটারীতে ৭ লক্ষ ৯৬ হাজার টাকা ব্যয়ে আরসিসি রাস্তা ও ড্রেন নির্মিত হবে। আদেল ট্রেডার্স এর ঠিকাদার খায়রুজ্জামান পোদ্দারপাড়ার কাজটি ও রফিক এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী রাশেদুল ইসলাম ক্যানেলটারীর আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণের কাজটি সম্পন্ন করবেন।