শনি. সেপ্টে. 14th, 2024

রাঙামাটিতে মা-মেয়েকে গুলি করে হত্যা

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ষাটোর্ধ্ব এক নারী ও তার মেয়েকে গুলি করে হত্যা করা হয়েছে।

তারা হলেন উপজেলার রাইখালী ইউনিয়নের গবাছড়ি পাহাড়ি এলাকার ম্রা সই খই মারমা ও তার মেয়ে মেসংনু মারমা (২৫)।

চন্দ্রঘোনা থানার ওসি মো. আশরাফউদ্দিন বলেন, “মঙ্গলবার ভোরে দুর্গম গবাছড়ি এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

“তাদের গুলি করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।”

লাশ পুলিশের হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে তিনি জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।