মঙ্গল. সেপ্টে. 17th, 2024

লেখক সংসদের ৭১০তম সাহিত্য আসর অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি’র :


গত শুক্রবার নগরীর কাচারী বাজারস্থ আইনজীবী সমিতি ভবনে অস্থায়ী কার্যালয়ে লেখক সংসদ রংপুর’র ৭১০তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অত্র সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য ছড়াকার-প্রাবন্ধিক এটিএম মোর্শেদ। শুরুতেই পবিত্র কালামে পাক থেকে তেলওয়াত করেন সাজ্জাদ বিন রউফ সাজু। সাহিত্য আসরে ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ পাঠ করেন অর্থ সম্পাদক কবি মুহাম্মদ সিরাজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রাকীব উল হাসান, মো. হারুন অর রশিদ, আফরোজা বেগম, শিক্ষা কর্মকর্তা শরীফ আহমাদ, দপ্তর সম্পাদক এম.এ রকীব দুলু ও মো. রকীবুল ইসলাম। সংগঠনের সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন সাধারণ সম্পাদক কবি নাহিদ শারমিন শান্তা। পুরো সাহিত্য আসরটি প্রাণবন্ত সঞ্চালন করেন সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাসুদ বিহঙ্গ।