বুধ. সেপ্টে. 11th, 2024

সিংহাসন পুনরুদ্ধার সাকিবের


স্পোর্টস বার্তা :


টি-টোয়েন্টি বিশ্বকাপে যুতসই অবস্থানে নেই বাংলাদেশ। যার প্রভাব পড়লো র‌্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী আট নম্বরে অবস্থান করছে টাইগার বাহিনী। দল খারাপ করলেও আপন আলোয় উজ্জ্বল সাকিব আল হাসান। দুর্দান্ত পারফরম্যান্সে টি-টোয়েন্টিতে অলরাউন্ডার হিসেবে আবারো শীর্ষে এই বাঁহাতি স্পিনার। টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে সাকিব আল হাসান। চার ম্যাচে এখন পর্যন্ত সাকিবের শিকার ১১ উইকেট। এই যাত্রায় লাসিথ মালিঙ্গাকে (১০৭) পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি টাইগার অলরাউন্ডার (১১৭)। আর তাতেই র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন তিনি। সাকিবের পয়েন্ট ২৯৫।

দ্বিতীয় স্থানে থাকা আফগান স্পিনার মোহাম্মদ নবীর পয়েন্ট ২৭৫। র‌্যাঙ্কিংয়ে ৬ নম্বরে থেকে বিশ্বকাপ যাত্রা শুরু করে বাংলাদেশ। তবে শুরুটা ভালো করতে পারেনি মাহমুদুল্লাহ রিয়াদরা। স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যায়। এরপর ওমান, পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করলেও মূলপর্বের শুরুতেই ধাক্কা খায় রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বাজে শুরু হয় বাংলাদেশের। বিশ্বকাপের চার ম্যাচে দুই হারে র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের। ৪০ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৭ হাজার ৮৬, রেটিং ২৩৬।