বৃহস্পতি. সেপ্টে. 19th, 2024

সুন্দরগঞ্জে শিমিন ইলেকট্রনিক্স নামে ওয়ালটনের শো-রুম উদ্বোধন

বাপ্পী রাম রায়,সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় মেসার্স শিমিন ইলেকট্রনিক্স নামে ওয়ালটনের নতুন শো-রুমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুলাই)  সকাল দশটার দিকে বামনডাঙ্গা ডাকবাংলো মোড়ে এ শো-রুমের উদ্ধোধন করেন,সুন্দরগঞ্জ উপজেলা অাওয়ামীলীগের সিনিয়র যুগ্ম- অাহ্বায়ক মিসেস অাফরুজা বারী।

এ উপলক্ষ্যে এক আলোচনা সভা শো-রুম চত্ত্বরে অনুষ্ঠিত হয়। এতে মেসার্স শিমিন ইলেকট্রনিক্সের সত্ত্বাধিকারী অারিফুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ উপজেলা অাওয়ামীলীগের অাহ্বায়ক টি অাই এম মকবুল হোসেন প্রামানিক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যুগ্ম-অাহ্বায়ক  ইঞ্জিনিয়ার মশিউর রহমান অাপেল। এসময় উপস্থিত ছিলেন,সাংবাদিক হাবিবুর রহমান হবি,বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অাব্দুল মতিন, বামনডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম, বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের অধ্যক্ষ মো. অাবুল কাশেম,বামনডাঙ্গা বন্ধু মটরস্ এর সত্ত্বাধিকারী আব্দুল জব্বার,বামনডাঙ্গা ইউনিয়ন আ’লীগ সভাপতি সমেস উদ্দিন,বিশিষ্ট ব্যবসায়ী সাগির খান,সাংবাদিক বাপ্পী রাম রায় প্রমূখ। শেষে দোয়া মোনাজাত করেন বামনডাঙ্গা ডাকবাংলো জামে মসজিদের ইমাম মাওলানা আশিকুর রহমান আশিক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।