সৌদি বিমানবন্দরে ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের
নিউজ ডেস্ক:
বাংলাদেশ সৌদি আরবের জাজানের কিং আব্দুল্লাহ্ এয়ারপোর্টে ৮ অক্টোবর হুতি মিলিশিয়াদের বোমাবাহী ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ওই ঘটনায় কয়েকজন বাংলাদেশী শ্রমিকসহ ৮ বেসামরিক লোক আহত হয়েছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও উদ্বেগ জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, এ ধরনের হামলা আর্ন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লংঘন, নৈতিক মূল্যবোধ বিবর্জিত ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সৌদি আরবের ওপর হুতি মিলিশিয়াদের ক্রমবর্ধমান হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। এ ধরনের হামলা, চলমান শান্তি প্রচেষ্টাকে ব্যহত করবে। ইয়েমেন সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে ঢাকা সৌদি আরব ও তার ভ্রাতৃপ্রতীম জনগণের সাথে সংহতি প্রকাশ করে এ ধরনের দায়িত্বহীন কাজের নিন্দা জানিয়েছে।
রিয়াদে অবস্থিত বাংলাদেশী দূতাবাসকে হুতি মিলিশিয়াদের সর্বশেষ হামলায় আহত বাংলাদেশী নাগরিকদের দেখাশোনা ও প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ দেয়া হয়েছে।