স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক :
টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ১৭তম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তনা।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতেছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি, প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সুপার টুয়েলভে তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান, যাদের দেখে অনুপ্রাণিত হতে পারে স্কটিশ। সহযোগী দেশ হিসেবে লম্বা পথ পাড়ি দিয়ে আজ আফগানরা যে বিশ্ব ক্রিকেটে প্রভাব রাখা একটি দল। চূড়ান্ত পর্বে খেলার সুযোগ কাজে লাগিয়ে ছাপ রাখতে চায় স্কটল্যান্ডও।
গ্রুপ-২ এর খেলায় আজ রাত ৮টায় শারজায় ফেভারিট আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে ছন্দে থাকা স্কটল্যান্ড। হেড টু হেডেও আফগানরা এগিয়ে। ছয়বারের দেখায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবগুলো জিতেছে তারা। যদিও এই ফরম্যাটে শেষবার দুই দল খেলেছে ২০১৬ সালে।