বৃহস্পতি. সেপ্টে. 19th, 2024

হারাগাছ পৌর-নির্বাচনে ২ মেয়র ১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল


কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভায় ২৮ ফেব্রয়ারি নির্বাচনে গত বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই কালে ২ মেয়র প্রার্থী ও ১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করে রিটানিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোঃ ফরহাদ হোসেন। প্রার্থী তথ্য গোপন করায় বাংলাদেশ ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের মেয়র পদে প্রার্থী মাওলানা জাহিদ হোসেন ও স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ আরিফুর রহমানের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মুহাঃ হাকিবুর রহমান, স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ এরশাদুল হক, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোনায়েম হোসেন ফারুক এর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও তথ্য গোপনের দায়ে ৮নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মোঃ আঃ হালিমের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। ১০ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৫০ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।