হারাগাছ পৌর মেয়রের আমন্ত্রনে ইফতার মাহফিল ও আলোচনা সভা
মাসুদ পারভেজ, হারাগাছ সংবাদদাতা ঃ
রহমত নাজাত ও মাগফেরাতের মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে হারাগাছ পৌরসভায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভায়(২৬এপ্রিল)সোমবার নব-নির্বাচিত মেয়র এরশাদুল হকের আমন্ত্রনে পৌরসভা হলরুমে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিড়ি ফ্যাক্টরীর মালিকদের সাথে ইফতার মাহফিল ও আলোচনা সভা মেয়র এরশাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার(সদর দপ্তর ও প্রশাসন)মো. মহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার(এস্টেট এন্ড ডেভলপমেন্ট)মো. আবু সাইম, আবাসিক মেডিকেল অফিসার তাজরিন আহম্মেদ, বেঙ্গল বিড়ি ফ্যাক্টরীর পরিচালক মোস্তফা সেলিম বেঙ্গল, হারাগাছ মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম, তাজ বিড়ি ফ্যাক্টরীর পরিচালক কামরুল হক ভরসা, মতি বিড়ি ফ্যাক্টরীর পরিচালক মইদুল ইসলাম, গফুর বিড়ি ফ্যাক্টরীর পরিচালক রাকিব হোসেন, রাণী বিড়ি ফ্যাক্টরীর পরিচালক শামীম হোসেন, হারাগাছ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাসুদ পারভেজসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আলোচনা সভায় পৌর মেয়র এরশাদুল হক বিড়ি ফ্যাক্টরীর মালিকদের উদ্যেশ্যে পৌরকর প্রদানে উৎসাহিত করে বলেন, আপনারা সহযোগিতা করলে হারাগাছ পৌরসভাকে ৩য় শ্রেণী থেকে ২য় শ্রেণীতে উন্নিত করা সম্ভব।