বৃহস্পতি. সেপ্টে. 19th, 2024

১ নভেম্বর থেকে ১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকা : স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা ব্যুরো :
আগামী ১ নভেম্বর থেকে রাজধানীতে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেয়ার কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, শিক্ষামন্ত্রী জানিয়েছেন- ১ নভেম্বর থেকে আমরা টিকা কার্যক্রম শুরু করতে পারবো। সেটা ঢাকায় ১২টি কেন্দ্র আমরা ঠিক করেছি। সেগুলো শীততাপ নিয়ন্ত্রিত হবে। অন্যান্য যে টিকা কার্যক্রমও চলমান থাকবে। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, ১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেয়ার জন্য তালিকা শেষের দিকে।

শিক্ষা মন্ত্রণালয় আমাদের তালিকা দিয়েছে, সেই তালিকা আমরা আইসিটি মন্ত্রণালয়কে দিয়েছি। উনারা আজকে এখানে আমাদের জানিয়েছেন। উনারাও সবকিছু সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে দিয়েছেন।