শনি. ডিসে. 14th, 2024

২৪ ঘণ্টায় ৩০১ ডেঙ্গু রোগী শনাক্ত

নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসে ৩ হাজার ২০০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করেছেন।

কন্ট্রোল রুম জানায়, ঢাকার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৫৩ জন ভর্তি হয়েছেন। আর ঢাকার বাইরের হাসপাতালে ৪৮ জন ভর্তি হয়েছেন।

কন্ট্রোল রুম আরও জানায়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৫৫৬ জন। এদের মধ্যে ১২ হাজার ২৩১ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

দেশের বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ২৭১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন। এদের মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৮৩ জন ভর্তি আছেন। আর ঢাকার বাইরের হাসপাতালে ১৮৮ জন ভর্তি আছেন।
প্রসঙ্গত, চলতি বছরে ৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।