শুক্র. মে 10th, 2024

আগামী নির্বাচনকে ঘিরে মানুষের জানমাল রক্ষায় রংপুরের নবনিযুক্ত ডিআইজির অঙ্গীকার

স্টাফ রিপোর্টার রংপুর
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো রাজনৈতিক দল কিংবা সন্ত্রাসীরা মানুষের জান মাল, চলাচলের পথ বিঘ্নিত করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী দিয়েছেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি আব্দুল বাতেন। সোমবার (৭ আগস্ট) পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।

ডিআইজি আব্দুল বাতেন বলেন, জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। নির্বাচন কমিশন নির্বাচন করার লক্ষ্যে কার্যক্রম হাতে নেবে। রাজনৈতিক দলগুলো এতে অংশ নেবে। তবে কোন রাজনৈতিক দল কিংবা সন্ত্রাসী মানুষের সম্পদ ধ্বংস, নিরাপত্তা ও চলাচলের পথ বিঘিœত করলে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, রংপুরের মানুষ পুলিশের কাজে সহায়তা করবে বলে আশা করছি। আমি প্রত্যাশা করি শান্তিপূর্ণ রংপুরে শান্তি বর্ষিত হবে। মানুষের জীবন ও সম্পদ নিরাপত্তায় পুলিশ আরো বেশি তৎপর হবে।অপরাধের বেশিরভাগ ঘটনা ঘটে মাদক ও জমিজমা সংক্রান্ত। মানুষের সম্পদ রক্ষায় পুলিশ সজাগ থাকবে। সেই সাথে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে রংপুর বিভাগে কিভাবে মাদকের বিস্তার রোধ করা যায় সেই ব্যবস্থা নেবো।পরে রংপুর জিলা স্কুল মোড়ে সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন নবাগত ডিআইজি আব্দুল বাতেন। এসময় উপস্থিত ছিলেন- রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান, মেহেদুল করিম, এসএম রশিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী ।