শুক্র. এপ্রিল 19th, 2024

করোনা প্রতিরোধে কাউনিয়া উপজেলা পরিষদে হাত ধোয়ার ব্যবস্থা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :

রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারন কে সচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলা পরিষদ ভবনের প্রবেশ দ্বারে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসা সাধারন মানুষ যাতে করোনা ভাইরাসে আক্রান্ত না হয় এবং এ ভাইরাসের জীবানু না ছড়াতে পারে সে জন্য উপজেলা প্রশসনের পক্ষ থেকে হাত ধোয়ার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

বিষয়টিকে সাদুবাদ জানিয়েছেন সেবা নিতে আসা সাধারন মানুষ। উপজেলা পরিষদে প্রতিদিন শত শত মানুষের ভীর হয়, তাই সেখানে জীবানুর সংক্রামন থেকে বাঁচাতে সকলকেই অফিসে প্রবেশের আগে ও পরে পরিষ্কার ভাবে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। বনিক সমবায় সমিতির সভাপতি আঃ ছালাম জানান জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ব্যবস্থা সময়োপযোগী। তিনি আরও জানান এ ব্যবস্থা সব সময়ই থাকা প্রয়োজন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম জানান করোনা প্রতিরোধে তাদের এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে।