রবি. এপ্রিল 28th, 2024

কাউনিয়ায় উত্তরসূরির উদ্যোগে গুণী আওয়ামীলীগ ব্যক্তি পরিবারকে সংবর্ধনা

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:
বঙ্গবন্ধু আদর্শের সৈনিকদের “শ্রদ্ধায়-স্মরণে” আমরা তোমাদের ভুলবনা, এ পতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে মহান স্বাধীনতা ও গণতান্ত্রিক সংগ্রামে আপোষহীন, নির্ভীক ও সততার সাথে যাঁরা অংশ নিয়েছেন তাদের শ্রদ্ধায়-স্মরণে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল(০৪এপ্রিল)বৃহস্পতিবার সকালে উত্তরসূরি (বঙ্গবন্ধু অনুসারীদের স্মৃতি সংরক্ষণ সংসদ) কাউনিয়া রংপুর এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে হলরুমে সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা উত্তরসূরি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাণিজ্য মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার নজরুল ইসলাম, এ্যালাইড ব্লক কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, সাবেক হারাগাছ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাকিবুর রহমান, উত্তরসূরি এর সদস্য রফিকুল ইসলাম চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বাণিজ্য মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ভাষা আন্দোলন থেকে মহান স্বাধীনতা এবং পচাত্তর পরবর্তী দিনগুলোতে বঙ্গবন্ধুর আদর্শে লালিত যারা আপোষহীন থেকে দলকে সুসংগঠিত করেছে, আমাদের দ্বায়বদ্ধতা থেকে তাদের শ্রদ্ধায় স্মরণ করতে এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে উত্তরসূরির এ আয়োজন। আমাদের অঞ্চলে সাহসী মানুষের সংখ্যা অনেক। মূলত তাঁদেরই শ্রদ্ধার সাথে স্মরণের জন্য আমাদের এই প্রয়াস। আমাদের এ প্রয়াস অব্যহত থাকবে। উত্তরসূরি’র সকলেই আমাদের সতীর্থ। সবার পরামর্শ আর ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।