সোম. মে 13th, 2024

কাউনিয়ায় জিন্নাহ্ চম্পা ফাউন্ডেশনের কয়েকটি কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ঃ
রংপুরের কাউনিয়ায় উপজেলার জিন্নাহ্-চম্পা ফাউন্ডেশনের কয়েকটি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।


গত বৃহপতিবার(৩১আগষ্ট)বিকেলে জিন্নাহ্-চম্পা ফাউন্ডেশনের আয়োজনে জিন্নাহ্-চম্পা কমপ্লেক্স চত্তরে জিন্নাহ্-চম্পা ফাউন্ডেশনে অবস্থিত কাউনিয়া ডায়াবেটিক সমিতি, আঁচল নারী কল্যাণ সংঘ, এ.আই.সি, কাউনিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, জিনোভা ডায়াগস্টিক সেন্টার, প্রমোদ তরী, তথ্য প্রবাহ মিড়িয়া এর কার্যক্রমের উদ্বোধন করেন জিন্নাহ্-চম্পা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জিন্নাহ্-চম্পা কমপ্লেক্সের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী জিন্নাহ্।


এ সময় জিন্নাহ্-চম্পা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মাহামুদুল হাসান পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জিন্নাহ্-চম্পা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জিন্নাহ্-চম্পা কমপ্লেক্সের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী জিন্নাহ্।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাউনিয়া ডায়েবিটিস সমিতির সাধারণ সম্পাদক ডা: মাসুদুর রহমান, ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মুসাব্বির জিসাজিন্না, জিন্নাহ্-চম্পা ফাউন্ডেশনের চেয়ারম্যান এর পুত্র মোনাব্বির জিন্নাহ্ পুত্র বঁধু সায়লা মোন্তাছের, আঁচল নারী উন্নয়ন সংঘের সভাপতি, তথ্য প্রবাহ মিডিয়া সেন্টারের পরিচালক সহিদার রহমান, মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ইদ্রিস আলী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিবৃন্দ।


অনুষ্ঠানে জিন্নাহ-চম্পা ফাউন্ডেশনে চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, জিন্নাহ চম্পা ফাউন্ডেশনে অবস্থিত প্রতিষ্ঠান গুলো মানুষের সেবায় কাজ করে যাবে। তাই সকলের সহযোগিতা কামনা করেন তিনি। আলোচনা শেষে প্রতিষ্ঠানের সাফল্য কামনায় দোয়া করা হয়।