মঙ্গল. মার্চ 19th, 2024

কাউনিয়ায় নানা আয়োজনে শেষ হ‘ল ডিজিটাল উদ্ভাবনী মেলা

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:

উদ্ভাবনী জয়োল্লাসে স্মাট বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর সমাপণী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ(২৩নভেম্বর)বুধবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্ধোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিকালে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়াম হলরুমে মেলার সমাপণী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথী, মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, প্রাণীসম্পদ কর্মকর্তা সিঞ্চিতা রহমান, শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আরিফ মাহফুজ, খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তরা বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দিক নির্দেশনায় প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবন ও সেবা তৈরীর মাধ্যমে ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন কার্যক্রম সম্ভব হয়েছে।

আলোচনা শেষে অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরুস্কার প্রদান করা হয়।