বৃহস্পতি. মে 2nd, 2024

কাউনিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার:
কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরন বৈশ্বিক অপরিহার্যতা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ পালিত হয়েছে।


বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে কাউনিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজনে বিদ্যালয়ের মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের চত্বরে শেষ হয়।

পরে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসারে বক্তব্য রাখেন, রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম।


বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ, ইউআরসি ইন্সট্রাক্টর রিতাস চন্দ্র সরকার, বিদ্যালয়ের সভাপতি শিক্ষিকা হাসনা পারভীন মুক্তি, উপজেলা আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান, সহকারী শিক্ষা অফিসার রঞ্জু আলম, এসএম আল মামুন, মোঃ আঃ আব্দুল লতিফ, শিক্ষক অশোক কুমার, মোঃ জান্নাতুল নাঈম, রচনা রানী দাস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক,শিক্ষিকা,ছাত্র-ছাত্রীসহ অন্যান্য অতিথিবৃন্দ।


আলোচনা সভায় বক্তারা বলেন, ‘শিক্ষকরা শুধু মানুষ গড়ার কারিগর নয়, জাতি নির্মাণের অভিভাবক। শিক্ষকদের নানা সমস্যা সমাধানের জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা।