মঙ্গল. এপ্রিল 16th, 2024

কাউনিয়ায় ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানো মেলার ফাইনাল অনুষ্ঠিত

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি,

রংপুরের কাউনিয়া উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানো মেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।


আজ(৪জুন)বুধবার দুপুরে ইউনিট ক্লাব আটানী এর আয়োজনে উপজেলা সদর বালাপাড়া ইউনিয়নের তালুক সাহাবাজ আটানী গ্রামে এ ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানো মেলার ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

খেলা শেষে ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনছার আলী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ভানুজা প্রসাদ, প্রভাষক প্রকাশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, ইউনিট ক্লাব আটানীর সভাপতি মো. ফেরদ্দৌস জামান, জেলা শেখ রাসেল জাতীয় শিশু ও কিশোর পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাপ্পী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবাশ শীল, ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম আপেল, সমাজ সেবক আতাউর রহমান শাহীন, ইউনিট ক্লাব আটানী এর সদস্য মো. মতিয়ার রহমান, রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, রকিবুর জ্জামান সৌরভ, আব্দুল লতিফ, অহিদুর আলী, রুহুল কবির রেজবি প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।

ঘুড়ি উড়ানো প্রতিযোগীতার বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগী অংশ গ্রহন করেন। শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন।