শনি. এপ্রিল 20th, 2024

কাউনিয়ায় জলাতঙ্ক রোগে মৃত গাভীর খামারীকে ক্ষতিপূরণ প্রদান

নিজস্ব প্রতিনিধি :

রংপুরের কাউনিয়ায় উপজেলায় জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মৃত গাভীর খামারীকে ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।

গত(১২অক্টোবর)মঙ্গলবার দুপুরে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরেনারি পাবলিক হেলথ যোদ্ধা প্রকল্পের আওতায় উপজেলার বালাপাড়া ইউনিয়নের আরাজী খোর্দ্দ ভূতছাড়া গ্রামের খামারি সাইদুল ইসলাম ও টেপা-মধুপুর ইউনিয়নের সদরাতালুক গ্রামের মোহাম্মদ আলীকে জলাতঙ্ক রোগে আক্রান্ত মৃত গাভীর ক্ষতিপূরণ বাবদ ৮০হাজার টাকা করে দুই জনকে মোট ১লাখ ৬০হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা নির্বাহি অফিসার তাহ্মিনা তারিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মনোজিৎ সরকার, ভেটেনারি সার্জন ডা: মোহাম্মদ শাকিল আহমেদ, এম ই ও আহসান হাবীব, উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ফিল্ড ফ্যাসিলিটেটর মোস্তাক আহমেদ লাকু প্রমুখ।