বুধ. এপ্রিল 24th, 2024

কাউনিয়ায় টেকসই উন্নয়ন বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয় এর সহযোগিতায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গত ১৫ই মে বুধবার বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়াম হল রুমে দিনব্যাপি এসডিজি প্রশিক্ষণ কর্মশালা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম এর সভাপতিত্বে প্রশিক্ষকণ প্রদান করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ শুকরিয়া পারভীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, সহকারী কমিশনার(ভুমি) জেসমিন নাহার, প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাক আহমেদ, সমাজ সেবা অফিসার সামিউল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ প্রমুখ। প্রশিক্ষনে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতা, সুশিল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


কর্মশালায় দারিদ্র ও ক্ষুধার আসান, সুস¦াস্থ্য নিশ্চিত করণ, জেন্ডার সমতা অর্জন, পানি ও স্যানিটেশন ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, জ্বালানি সহজলভ্য, সহনশীল অবকাঠামো নির্মাণ, জলবায়ু পরিবর্তনসহ ১৭টি বিষয়ের উপর আলোচনা ও সুপারিশ গ্রহন করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।