শুক্র. মার্চ 29th, 2024

কাউনিয়ায় ডেঙ্গু জ্বরের হাত থেকে রক্ষায় মশারি বিতরণ

নিজস্ব প্রতিনিধি:

রংপুরের কাউনিয়া উপজেলায় মশক (ডেঙ্গু) প্রতিরোধে উপজেলার বালাপাড়া ইউনিয়নে ডেঙ্গুজ্বরের হাত থেকে রক্ষায় ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গরীব অসহায়দের মাঝে মশারি বিতরণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে ও উপজেলা পরিষদ তহবিল থেকে উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে মশারি বিতরণ করেন, ইউপি চেয়ারম্যান আনছার আলী।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ, ইউপি সচিব আকরাম হোসেন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক নিতাই রায়, সাংবাদিক মিজানুর রহমান মিজান, ইউপি সদস্য মনতাজ আলী, বিউটি বেগম, জমিলা বেগম প্রমূখ।

বক্তারা বলেন, সারাদেশে এডিস মশার কামড়ে সৃষ্ট ডেঙ্গু জ্বর ভয়াবহ আকার ধারণ করেছে। ডেঙ্গু জ্বরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে সতর্ক হতে হবে এবং জনগণকে সচেতন করতে হবে। এডিস মশা ধ্বংস এবং ডেঙ্গু জ্বর প্রতিরোধের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। আমরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য, সবাইকে আহবান জানাচ্ছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।