বৃহস্পতি. এপ্রিল 25th, 2024

কাউনিয়ায় ডেঙ্গু, মানব পাচার ও ছেলে ধরা গুজব প্রতিরোধে আলোচনা সভা

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় উপজেলায় দেশ ব্যাপী ডেঙ্গু, অবৈধ মানব পাচার ও ছেলে ধরা গুজব প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(০১আগষ্ট)দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও পরিষদের সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়াম হলরুমে দেশ ব্যাপী ডেঙ্গু, অবৈধ মানব পাচার ও ছেলে ধরা গুজব প্রতিরোধে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোছা: উলফৎ আরা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরাফাত রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, থানা অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক সাংবাদিকসহ এলাকার সুধীবৃন্দ।

এসময় বক্তরা বলেন, দেশ ব্যাপী ডেঙ্গু, অবৈধ মানব পাচার ও ছেলে ধরা গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।