শুক্র. মার্চ 29th, 2024

কাউনিয়ায় ধান, পেঁয়াজ বীজ ও সার বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক :

রংপুরের কাউনিয়া উপজেলায় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে খরিপ-২ মৌসুমে রোপা আমন ও গ্রীম্মকালীন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার ক্ষ্রদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ বিতরণে শুভ উদ্বোধন করা হয়েছে

আজ(২৬ জুন)রবিবার দুপুরে পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. রাকিবুল আলম, কল্লোল সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠুল, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক নিতাই রায়, সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাসহ কৃষক-কিষানীগণ।

কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন জানান ২০২১-২২ অর্থ বছরে উৎপাদন বৃদ্ধির লক্ষে খরিপ-২ মৌসুমে রোপা আমন ও গ্রীম্মকালীন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার ক্ষ্রদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।