বুধ. এপ্রিল 24th, 2024

কাউনিয়ায় নানান আয়োজনে পালিত হলো মহান বিজয় ও জাতীয় দিবস

         

কাউনিয়া প্রতিনিধি : ১৬ডিসেম্বর মহান বিজয় ও জাতীয় দিবস। ১৯৭১সালের এই দিনে পৃথিবীর বুকে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্র ভুমিষ্ট হয়। বাংলাদেশের এই বিজয় ছিনিয়ে আনতে দীর্ঘ ৯মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তাক্ত যুদ্ধ করেছে দামাল ছেলেরা। অনেক আত্মত্যাগের বিনিময় অর্জিত এ বিজয়। লাখ লাখ মানুষের উৎসর্গিত জীবন, মা-বোনের লুন্ঠিত ইজ্জত ও শ্রেষ্ঠ সন্তানদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশ। ১৬ডিসেম্বর লাখো শহীদের রক্তস্নাত বিজয়ের দিন। মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় অবিস্মরণীয় দিন। জাতি সশ্রদ্ধ বেদনায় স্মরণ করে দেশের পরাধীনতার গ্লানি মোচনে প্রান উৎসর্গ করা সেই বীর সন্তানদের।

দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এর আয়োজনে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে নানান কর্মসূচী পালিত হয়। দিনের শুরুতে সকাল ৬.৩০মিনিটে ৩১বার তোপতধ্বনি ও কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পূষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে কর্মসুচীর শুভসুচনা ঘটে। জাতির শ্রেষ্ঠসন্তান বীর শহীদদের শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এবং মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজ, সাংবাদিকসহ অনেকে। শ্রদ্ধা জানানো শেষে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোর স্কাউটদের অংশ গ্রহনে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পূষ্পস্তবক অর্পন ও স্কাউটদের অভিবাধনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মাহাফুজার রহমান মিঠু, নির্বাহী অফিসার এসএম নাজিয়া সুলতানা, থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ প্রমুখ। কর্মসূচীর মধ্যে আরো ছিল বীর মুক্তিযোদ্ধাদের সংবধর্না, চিত্রাংকন প্রতিযোগীতা, খেলাধুলা ও প্রীতি ফুটবল ম্যাচ। এদিকে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বিজয় ও জাতীয় দিবসের আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি। অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এমএ হান্নান, মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, কোম্পানী কমান্ডার সর্দার আব্দুল হাকিম, পৌর মেয়র হাকিবুর রহমান, কাউনিয়া কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মূসা আহাম্মদ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এর কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার হাজারো জনসাধারণ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও  সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বিজয় দিবসের দিনব্যাপী কর্মসুচীর সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।