শনি. এপ্রিল 20th, 2024

কাউনিয়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক :

নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এ শ্লো-গানকে সামনে রেখে সারাদেশের ন্যায় রংপুরের কাউনিয়ায় উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।


গত(২৪জুলাই)রবিবার উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ/২০২২এর উদ্বোধন উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমূক্ত করা হয়।



পরে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়া হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাহবুব-উল-আলম।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান আজাদ, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, সামাজিক উন্নয়ন সংগঠক মনজুদার রহমান, যুব সংগঠক রানা, মৎস্যজীবী ভোলা রাম, মৎস্য চাষী রাশেদুল ইসলাম প্রমূখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় মৎস্যজীবী ও মৎস্যচাষীসহ সাংবাদিকবৃন্দ।


আলোচনা শেষে সফল মৎস্য চাষিদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।