শনি. এপ্রিল 20th, 2024

কাউনিয়ায় নারী শিশু উন্নয়নে কর্মশালা

নিজস্ব প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় উপজেলায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত(৬নভেম্বর)বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও যোগাযোগ কার্যক্রম(৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ হুমায়ূন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ উলফৎ আরা বেগম।

এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার আসিফ ফেরদৌস, জেলা সহকারী তথ্য কর্মকর্তা আলমগীর কবীর, সাবেক অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাক আহমেদ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল প্রমূখ। এছারাও কর্মশালায় উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিক, কাজী, পুরোহিতসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিগন অংশ নেয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।