বৃহস্পতি. মার্চ 28th, 2024

কাউনিয়ায় পত্রিকা বিক্রেতার শিশুপুত্র বাঁচতে চায়

কাউনিয়া প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রামের পত্রিকা বিক্রেতা নবমুসলিম মোঃ আব্দুর রহমান রউফ এর মেধাবী শিশুপুত্র গাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র মোঃ আইয়ুব আলী আনছারী(৯) মরনব্যাধি থ্যালাসামিয়া রোগে আক্রান্ত দারিদ্র ঘরে জন্ম নেয়া শিশুটি বাঁচতে চায়।
বর্তমানে শিশুটি অর্থাভাবে বিনাচিকিৎসায় বাড়ীতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। চিকিৎসকরা জানিয়েছেন, এমরণব্যাধির চিকিৎসা করতে খরচ হবে চার-পাঁচ লাখ টাকার বেশী। পত্রিকা বিক্রেতা দরিদ্র পিতার পক্ষে এতো টাকা জোগান দেয়ার কোন সামর্থ্য নেই।  শিশুটির পিতা আব্দুর রহমান রউফ জানান, চলতি বছর একই রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় তাঁর বড় ছেলে মজিদুল ইসলাম  মারা গেছে।  ছোট ছেলে আইয়ুব আলীও একই রোগে আক্রান্ত হয়েছে বলে রংপুর মেডিকেল কলেজের চিকিৎসকরা জানিয়েছেন।  তিনি বলেন, ছেলেটাকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন ছিল।  পড়াশুনায় সে খুব ভালো ছিল।  সব সময় হাস্যজ্জল মুখ নিয়ে স্কুলে যেতো আসতো।  আজ সে বিছানায় নিরুত্তাপ শুয়ে আছে।  ওর দিকে তাকাতে পারছি না।  আমি সরকার, সাংবাদিক, নেতা এবং বিত্তবানদের প্রতি আহবান জানাই, আপনারা আমার শিশুটিকে বাঁচাতে এগিয়ে আসুন।  ছেলেটার চিকিৎসায় সহযোগিতা করুন। শিশুটির মা মোঃ মর্জিনা বেগম জানান, আমার স্বামী সারাদিন বিভিন্ন এলাকায় পত্রিকা বিক্রি করে যাহা আয় করে তা দিয়ে কোন মতে সংসার চলে।  মেজ ছেলে বিনাচিকিৎসায় মারা গেছে। ছোট ছেলেটি বিছানায় মরণ-যন্ত্রনায় ছটফট করছে।  আমি সমাজের বিবেকবান ও বিত্তবানদের  কাছে আবেদন আমার শিশুসন্তানটির চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়াবেন এই আশা করছি।  আপনারাই পারেন  আমার শিশুটিকে আর্থিক সাহায্য করে ভাল করে তুলতে।  শিশু আইয়ুব আলীর চিকিৎসার জন্য সাহায্য পাঠাতে পারেন বিকাশ নম্বর- ০১৭৩৮৭১৪৭৮৪(ব্যক্তিগত)।  যোগাযোগ- মোবাইল : ০১৭৩৮৭১৪৭৮৪।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।