শুক্র. মার্চ 29th, 2024

কাউনিয়ায় পালিত হলো বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস


কাউনিয়া প্রতিনিধি :
“ঐ মহামানব আসে/ দিকে দিকে রোমাঞ্চ লাগে/ মর্ত্যধূলির ঘাসে ঘাসে/ সুরলোকে বেজে ওঠে শঙ্খ/ নরলোকে বাজে জয়ডঙ্ক/ এল মহাজন্মের লগ্ন।  ১৭ মার্চ সেই মহালগ্ন।” অমারাত্রির দুর্গতোরণ ধূলিতলে ভগ্ন হয়েছে নবজীবনের আশ্বাসে।  স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন।  ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান ও শেখ সাহেরা খাতুনের কোল জুড়ে বাঙালির বহু শতাব্দীর পরাধীনতার শৃঙ্খল মোচনে শান্তি ও মুক্তির বারতা নিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টুঙ্গিপাড়ার শেখ পরিবারে জন্ম গ্রহন করেন।  জাতি দিনটিকে ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে উদযাপন করছে।  বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম ও রাজনৈতিক জীবন অসামান্য গৌরবের।

রংপুরের কাউনিয়ায় “বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা” কর্তৃক আনন্দ র‌্যালী, স্মৃতিচারণ মূলক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে।

দিবসটি উপলক্ষ্যে সন্ধ্যায় বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে হতে একটি আনন্দ র‌্যালী প্রাধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভা বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনছার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এমএ হান্নান, যুগ্ন সম্পাদক প্রভাষক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদ সদস্য ও মহিলালীগ নেত্রী সেলিনা তালুকদার শিউলী, কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক দিলদার আলী, উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর পরিষদের সভাপতি মোস্তাক আহাম্মেদ লাকু।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মহিলালীগ সম্পাদক বেগম ছামছুন্নাহার, সেচ্ছাসেবকলীগ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান পিন্টু, ওলামালীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক, ছাত্রলীগ সভাপতি সুশান্ত সরকার, সিনিয়র সহ-সভাপতি জামিল হোসাইন, সম্পাদক আশিকুর রহমান আশিক, কলেজ ছাত্রলীগ সভাপতি আলী আকবার হালিম, সম্পাদক মহব্বত হোসেন হৃদয় প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ ওতার সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ এলাকার সুধীবৃন্দ।  আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।