শুক্র. এপ্রিল 19th, 2024

কাউনিয়ায় পিংকি পরিবহনে ৩কেজি গাজাসহ পাচারকারী ও ব্যবসায়ী গ্রেফতার

কাউনিয়া প্রতিনিধি, রংপুর : রংপুরের কাউনিয়ায় গত রবিবার ১৭ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার সি সার্কেল মোঃ জাকারিয়া রহমানের নির্দেশনায় থানা অফিসার ইনচার্জ মোঃ মামুন অর রশীদ এর নেতৃত্বে এসআই মো. মমতাজুল ইসলাম, এসআই মো. সুলতান, এএসআই কনক রঞ্জন, এএসআই মো. মিজানুর রহমান, এএসআই মো. আব্দুর রশিদ, কনষ্টোবল মো. নরুজ্জামান, মো. আবুল কালাম ও অন্যান্য ফোর্সসহ কুড়িগ্রাম থেকে ঢাকা গামী নৈশ্যকোচ পিংকি পরিবহনে উপজেলার কূর্শা ইউনিয়নের মীরবাগ বাসষ্ট্যান্ডে বিশেষ অভিযানে তল্লাশি চালিয়ে হাতে থাকা কালো রংয়ের অফিস ব্যাগের ভিতরে (যা লাল রংয়ের পলিথিনে টেপ ও সুতলি দিয়ে বাধানো) ৩কেজি গাজাসহ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া এলাকার মৃত আব্দুস সামাদ এর পুত্র গাজা পাচারকারী ও ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম(৩৪) কে গ্রেফতার করে।

সে পিংকি পরিবহনের ড্রাইভার বলে জানা যায়। থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত ও গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃর্ত মাদক পাচারকারী ও ব্যবসায়ীকে ১৯৯০সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিল ১(ক) ধারায় মামলা রুজ্জু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। যার কাউনিয়া থানা মামলা নং- ১৪/২০১৭, তারিখ- ১৭-১২-২০১৭ইং।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।