বুধ. এপ্রিল 24th, 2024

কাউনিয়ায় পোনামাছ অবমুক্ত কার্যক্রম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি এ উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলায়(১২সেপ্টেম্বর)রবিবার সকালে উপজেলা মস্য দপ্তরের আয়োজনে উপজেলার বিভিন্ন জলাশয়ে ২০২১-২২ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় পোনামাছ অবমুক্ত করেন জেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন, মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন, যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুব উল আলম, থানা অফিসার ইনচার্জ মাসুুমুর রহমান, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক নিতাই রায়, মৎস্য জীবি সমিতির সভাপতি ভোলারাম দাশসহ অন্যান্য অতিথিবৃন্দ।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার জানায় এবারে কাউনিয়া উপজেলায় ২০২১-২২ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় পোনামাছ অবমুক্ত কার্যক্রমে রুই কাতলা মৃগেল জাতীয় পোনা মাছ উপজেলা পরিষদ পুকুর, থানা পুকুর, ধুমনদী বিল, তফসীডাঙ্গা বিল, রেলওয়ে জোড়া পূকুর, হেকোডাজ্ঞা বিলসহ ১২টি জলাশয়ে ৩১৯কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।