বুধ. এপ্রিল 24th, 2024

কাউনিয়ায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা


নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে রংপুরের কাউনিয়া উপজেলায় দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ(২০জুন)সোমবার সকালে বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়াম হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক রংপুর মো ঃ আসিব আহসান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া।

কর্মশালার শুরুতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.তাহমিনা তারিন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মাধ্যমে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ এর বিস্তারিত বিবরণ তুলে ধরেন। কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা সামছুজ্জামান আজাদ।

কর্মশালায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, আইন জীবি, রাজনৈতিক, ব্যবসায়ী, সুশীল সমাজ, মৎস্য জীবি, কৃষক, শ্রমিক, ছাত্রী, এনজিও প্রতিনিধি অংশগ্রহন করে পরে অংশগ্রহনকারীদের মধ্যে ১০টি দল গঠন করে উপজেলা পর্যায়ে বিভিন্ন সমস্যা চিহিৃতকরণ এবং প্রচারণায় করণীয় সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করা হয়।

পরে প্রত্যেক দলের পক্ষ থেকে বিষয় ভিত্তিক উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মীর হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিঞ্চিতা রহমান, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহীদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার, প্রেসক্লাব সভাপতি সহ-কারী অধ্যাপক মোস্তাক আহমেদ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রভাষক আব্দুল জলিল, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, তথ্য সেবা কর্মকর্তা আকতার জাহান প্রমূখ। তাদের চিহিৃত সমস্যাসমূহ সমাধান এবং প্রচারণায় করনীয় সুপারিশ সমূহ উপস্থাপন করেন।