বুধ. এপ্রিল 24th, 2024

কাউনিয়ায় বাল্যবিবাহ পরিচালনার দায়ে কাজীর ৬মাসের কারাদন্ড

এম এ হাবিব(তুষার)কাউনিয়া প্রতিনিধি :
রংপুরের কাউনিয়া উপজেলায় গত ১৫(জানুয়ারি)সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও অভিযান চালিয়ে এক কাজীকে বাল্যবিবাহ পরিচালনার অপরাধে অভিযুক্ত করে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের পুত্র মো. তাজুল ইসলাম তার নিজ বাসা অফিস এলাকায় অভিযান চালায়।
এ সময় বাল্যবিবাহ পরিচালনার দায়ে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৯ধারা মোতাবেক অভিযুক্ত কাজীর ৬মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মোছা: উলফৎ আরা বেগম জানান, কাজী কয়েকটি বাল্যবিবাহ পরিচালনার দায়ে তাকে কারাদন্ড প্রদান করা হয়েছে। তিনি আরো সাংবাদিকদের বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।