বৃহস্পতি. মার্চ 28th, 2024

কাউনিয়ায় ভিজিডি বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় উপজেলায় গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশ গ্রহনে ভিজিডি বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার(২৯ডিসেম্বর)সকালে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়াম হল রুমে ইউরোপিয়ান ইউনিয়েেনর অর্থায়নে ও সি পি ডি এবং অক্সফাম এর কারিগরি সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশ গ্রহন প্রকল্প কমিউনিটি পর্যায়ে সরকারী পরিষেবার কার্যকারিতায় ভিজিডি বিষয়ক গণশুনানী উপজেলা নির্বাহী অফিসার মোছা. উলফৎ আরা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত্ব হয়।
এসময় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আনছার আলী, আরডিআরএস বাংলাদেশ উপজেলা প্রোগ্রাম কোডিনেটর সমন্বয়কারী মো. হাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউপি চেয়াম্যান এম হান্নান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার সরকার, কৃষি কর্মকর্তা সাইফুল আলম, যুবউন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান আজাদ, আরডিআরএস বাংলাদেশ উপজেলা প্রোগ্রাম কোডিনেটর সমন্বয়কারী মো. হাফিজুর রহমান, আরডিআরএস বাংলাদেশ উপজেলা কমিউনিটি মোবিলাইজার আলমগীর হোসেন, ফিল্ড ফ্যাসিলেটর মো. আনোয়ার হোসেন, মো. রুহুল আমিন সরকার, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের ব্যাক্তিবর্গ।
গণশুনানীতে সুপারিশ মালা পাঠ করেন সিবিও লিডার নাজনিন সুলতানা ও রেজিজয়া খাতুন।
উক্ত গণশুনানীতে কমিউনিটি পর্যায়ে সরকারী পরিষেবার কার্যকারিতায় গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত নীতি ও কর্মসূচি বিষয়ের উপর আলোচনা ও সুপারিশ গ্রহন করা হয়।