শুক্র. মার্চ 29th, 2024

কাউনিয়ায় ভুমিহীন-গৃহহীন পরিবার শতভাগ যাচাইকরণের লক্ষ্যে যৌথ সভা


নিজস্ব প্রতিনিধি :

রংপুরের কাউনিয়া উপজেলায় ভুমিহীন-গৃহহীন (ক-শেণী) পরিবারের শতভাগ পুনর্বাসন যাচাইকরণের লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত(০৮আগস্ট) সোমবার বিকালে পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষকলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল ইসলাম মোল্লা, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রেসক্লাব সম্পাদক মিজানুর রহমান মিটুল, ইউপি চেয়ারম্যান আঃ মজিদ, কৃষি কর্মকর্তা মোছাঃ শাহনাজ পারভীন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিঞ্চিতা রহমান, শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, ইন্সপেক্টার (তদন্ত) সেলিমুর রহমান, প্রধান শিক্ষক ইকবাল হোসেন, সরোয়ার হোসেন প্রমূখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি, শিক্ষক সাংবাদিকসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সভায় উপজেলা নির্বাহী অফিসারকে ভুমিহীন-গৃহহীন (ক-শেণী) মুক্ত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।