শুক্র. এপ্রিল 19th, 2024

কাউনিয়ায় ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক সভা

এম এ হাবিব(তুষার)কাউনিয়া প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন ও ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা বীর মুক্তিযোদ্ধা টিপু মুনিশ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আফসানা পারভীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবুল কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক(উপ-সচিব) খন্দকার মোঃ নূরুল আমিন, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা ক্যাব সভাপতি মোঃ আব্দুর রহমান, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আলোচনা সভায় ভোক্তা অধিকার কী, আইনের উদ্দেশ্য, আইন বাস্তবায়নের দায়িত্ব, ভোক্তাকে, ভোক্তার দায়িত্ব, বিক্রেতাকে, ভোক্তা অধিকার বিরোধী কার্যকলাপ ও অপরাধ, কে অভিযোগকারী হতে পারেন, যেখানে অভিযোগ দায়ের করা যাবে, অভিযোগ দায়ের করার সময়সীমা, যেভাবে অভিযোগ দায়ের করতে হবে, ভোক্তা অধিকার বিরোধী কার্য ও অপরাধ এবং দন্ড, অভিযোগের ফৌজদারি প্রতিকারসহ সবাইকে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করার আহবান জানানো হয়েছে।