শনি. এপ্রিল 20th, 2024

কাউনিয়ায় মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিজস্ব সংবাদাতা এম এ হাবিব তুষার :


রংপুরের কাউনিয়া উপজেলায় করোনা সংক্রমন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং মাস্ক পড়ার উপর বিশেষ নজরদারি শুরু করেছে উপজেলা প্রশাসন।


স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখোমুখি হয়েছেন এলাকাবাসী। জরিমানা আদায় করার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক বিতরণ ও ঘরের বাইরে বের হলে সকলকে মাস্ক পরার জন্য সতর্ক করা হয়। এ সময় মাস্ক ব্যবহার না করায় জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত ।


রবিবার(২৯ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকিবুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।


এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:রাকিবুজ্জামান জানান, সবার বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে। যাদের মাস্ক ছিল না তাদের সবাইকে সচেতন করা হচ্ছে। একই সাথে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাস্কবিহীন জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। ঘরের বাইরে মাস্ক ছাড়া কেউ যেন বের না হয় সেজন্য অনুরোধ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।