বৃহস্পতি. মার্চ 28th, 2024

কাউনিয়ায় স্থানীয় পর্যায়ে সরকারী বেসরকারী দপ্তরের সাথে মতবিনিময় সভা

কাউনিয়া(রংপুর) প্রতিনিধিঃ
রংপুররের কাউনিয়া উপজেলায় স্থানীয় পর্যায়ে প্রকল্প সংশ্লিষ্ঠ সরকারী বেসরকারী দপ্তর, ইয়ুথ লিডার, সিবিও লিডার এবং উপজেলা প্রশাসন সহ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ (২৪ মে) মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অক্রফাম ইন বাংলাদেশ এর অর্থায়নে আরডিআরএস বাংলাদেশ রি-কল প্রকল্পের আয়োজনে সরকারী বেসরকারী দপ্তর, ইয়ুথ লিডার, সিবিও লিডার এবং উপজেলা প্রশাসন সহ সাংবাদিকদের মত বিনিময় সভা প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ কবির আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।


মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাহমিনা তারিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন, সমাজনেবা কর্মকর্তা মোঃ সামিউল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল জামান আজাদ, মৎস্য কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম, প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ সারোয়ার আলম মুকুল, প্রাণীসম্পদ কর্মকর্তা আহসান হাবীব, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা শিউলী রিচলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ রেবেকা ইয়াছমিন, লজিষ্টিক অফিসার মোছাঃ আঞ্জুমান আরা বেগম, প্রজেক্ট ফিল্ড অফিসার মোঃ রুহুল আমিন সরকার, মোঃ মাসুদ রানা, মোঃ আনোয়ার হোসেন প্রধান, সাংবাদিক মোঃ মিজানুর রহমানসহ অন্যান্য অতিথি বৃন্দ ।