মঙ্গল. এপ্রিল 23rd, 2024

কাউনিয়ায় ১০ কেজি কারেন্ট জাল জব্দ: দুই মৎস্য শিকারীর জরিমানা

কাউনিয়া (রংপুর) :

রংপুরের কাউনিয়ায় তিস্তার তীরবর্তী পাঞ্চরভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ১০ কেজি কারেন্ট জাল জব্দ করেছেন ইউএনও। এসময় কারেন্ট জাল দিয়ে পোনা মাছ ধরার অপরাধে স্থানীয় মৎস্য শিকারী রফিকুল ইসলাস ও মনোয়ারা বেগম তাদের প্রত্যেকে একহাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সন্ধা সাড়ে ৬টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মোছা: উলফৎ আরা বেগম নিজেই অভিযান চালিয়ে ঘটনাস্থলে এ জরিমানার রায় দেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন. কাউনিয়া থানা পুলিশের একটি দল। তবে মৎস্য অধিদপ্তরের কেউ ছিল না।

ভ্রাম্যমাণ আদালত জানায়, উপজেলার পাঞ্চরভাঙ্গা গ্রামের জয়নালের স্ত্রী মনোয়ারা বেগম ও ্আবেদ আলী ছেলে রফিকুল ইসলাম তিস্তা নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছে। এমন তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান চালায়। তখন দুই মৎস্য শিকারীর কাছ থেকে ১০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। মৎস্য শিকারীরা নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার কথা স্বীকার করায় তাদের প্রত্যেকে একহাজার টাকা করে জরিমানা করে আদালত।
তথ্যের সত্যতা নিশ্চিত করে ইউএনও মোছা: উলফৎ আরা বেগম সাংবাদিকদের বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।