মঙ্গল. এপ্রিল 23rd, 2024

কাউনিয়ায় ৪টি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষ নির্মাণ কাজের লটারী ড্র

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় উপজেলায় গত রবিবার দুপুরে উপজেলা প্রকৌশলী দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইজিপি(অনলাইন) সিস্টেমে উপজেলার ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণী কক্ষ নির্মাণ কাজের লটারী ডিজিটাল পদ্ধতিতে প্রাথমিক ভাবে দরদাতা নির্বাচিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী অফিসার মোছা. উলফৎ আরা বেগম, উপজেলা প্রকৌশলী সৈয়দ জায়েদ বিণ্ মাসুদ, ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম সফি, উপ-সহকারী প্রকৌশলী গোলাম মো: ফারুক, উপজেলা সাবেক ছাত্রলীগের সভাপতি ও জেলা যুবলীগ সদস্য মো. ফিরোজ সরকার, উপজেলা প্রেস ক্লাবের যুগ্ন আহবায়ক নিতাই রায়, ঠিকাদার মো. বাবু আনছারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুশান্ত কুমার প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার ঠিকাদারসহ এলাকার সুধীবৃন্দ।

উপজেলা প্রকৌশলী দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণী কক্ষ নির্মাণ কাজের লটারী ডিজিটাল পদ্ধতিতে টেন্ডার আইডি নং ৩৫২২৮৫ সাধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমেনা এন্টারপ্রাইজ বদরগঞ্জ, আইডি নং ৩৫২২৮৬ খোপাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলআমিন মিঠাপুকুর, আইডি নং ৩৫২২৮৭ পশ্চিম শিবু বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, অভি এন্ড আলিফ গাইবান্দা, আইডি নং ৩৫২২৮৮ উত্তর ঠাকুরদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, বি এন কর্পোরেশন সদর রংপুর প্রাথমিক ভাবে দরদাতা নির্বাচিত করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।