বৃহস্পতি. মার্চ 28th, 2024

কাউনিয়ায় ৫লক্ষ টাকার চায়না রিং জাল পুড়িয়ে দিলেন মৎস্য কর্মকতা

নিজস্ব প্রতিবেদক :

রংপুরের কাউনিয়া উপজেলা মৎস্য বিভাগের পরিচালনায় ১শত ৪টি যার আনুমানিক মুল্য ৫লক্ষ বিশ হাজার টাকার চায়না রিং জাল জব্দ করেছেন, উপজেলা মৎস্য কর্মকতা মোছা. ফারজানা আক্তার। এসময় তাঁর সঙ্গে ছিলেন. কাউনিয়া থানা পুলিশের একটি দল।

উপজেলা মৎস্য বিভাগের পরিচালনায় আজ(২৩আপস্ট)সোমবার বিকালে কাউনিয়া রেল বাজার ফাহমিদা জাল ঘরে এ অভিযান চালিয়ে ১০৪টি চায়না রিং জাল(৬হাজার ২শত ৪০ফিট)যার আনুমানিক মুল্য ৫লক্ষ বিশ হাজার টাকার জাল জব্দ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুব উল আলম, এস আই আব্দুল মমিন, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বাংলার চিত্র ডটকম পত্রিকার প্রকাশক ও সম্পাদক নিতাই রায়, সাংবাদিক জহির রায়হান, ক্ষেত্র সহকারি আশরাফুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

উপজেলা মৎস্য কর্মকতা সাংবাদিকদের বলেন, কাউনিয়া রেল বাজার ফাহমিদা জাল ঘরে এ অভিযান চালিয়ে ১০৪টি চায়না রিং জাল(৬হাজার ২শত ৪০ফিট)যার আনুমানিক মুল্য ৫লক্ষ বিশ হাজার টাকার জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল গুলো কাউনিয়া শিশু নিকেতন মাঠে পুড়িয়ে ফেলা হয়। তিনি আরো বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।