বৃহস্পতি. এপ্রিল 18th, 2024

নীলফামারীতে অটো ছিনতাই চক্রের ৯ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী :

ইজিবাইক বা অটো ছিনতাই সিন্ডিকেটের মুল হোতাসহ নয়জনকে গ্রেফতার করেছে নীলফামারী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ৪টি ইজিবাইক এবং একটি অটোর অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে। যার মূল্য দুই লাখ ৬০ হাজার টাকা। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত নীলফামারীর সৈয়দপুর ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম।

এ সময় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ হারুন উর রশিদ, পরিদর্শক আব্দুর রহমান, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক শামসুল ইসলামসহ ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুর শহরের বালুবাড়ি মহল্লার মৃত হাফিজুল ইসলামের ছেলে হেলাল হোসেন (২৪), এই জেলার বিরল উপজেলার মকবুল হোসেনের ছেলে উজ্জল ইসলাম (৩৮), একই এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে আনছার আলী (৪৫), একই জেলার পার্বতীপুর উপজেলার আমজাদ হোসেনের ছেলে আলমগীর হোসেন (২০), দিনাজপুর সদরের আব্দুর জব্বারের ছেলে জাবিরুল (৪০) আব্দুর রশিদের ছেলে আশরাফুল ইসলাম(৩৫), মৃত ফজলুর রহানের ছেলে জাহেরুল (৩৭), আমিনুল ইসলামের ছেলে আব্দুল মান্নান (২২) ও নীলফামারীর সৈয়দপুর শহরের দক্ষিন নিয়ামতপুর মহল্লার মৃত ফজলুল করিমের ছেলে রাজু আহমেদ (৪৪)। এসপি বলেন, মুল হোতা হেলাল অশিক্ষিত ছেলে কিন্তু অত্যন্ত চৌকস। প্রতিবন্ধী হওয়ার কারণে মানুষের কাছে সহানুভুতি অর্জনের চেষ্টা করে এবং এই সহানুভুতি কাজে লাগিয়ে চুরির পরিকল্পনা করে। হেলালসহ বাকি আটজনও অটোরিকসা চুরি চক্রের সাথে জড়িত। আর কারা জড়িত রয়েছে তাদেরও বের করার কাজ শুরু হয়েছে।