শনি. এপ্রিল 20th, 2024

“পার্বতীপুরে সুবিধা বঞ্চিত প্রতিদিন ৩’শ জন মানুষের মাঝে ইফতার বিতরণের উদ্যোগ”

পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা:

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশন এলাকার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে পক্ষকাল ব্যাপী ইফতার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন ৩শ’ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হবে। ফেসবুক ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন ডু-নেশনের সার্বিক সহযোগিতায় পার্বতীপুর ইয়ং স্টার ক্লাবের সভাপতি নাট্যজন ও সংগঠক মোঃ আমজাদ হোসেন এই উদ্যোগ নিয়েছেন। আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) থেকে এই কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। ইতোমধ্যে ডু-নেশনের পক্ষ থেকে ইফতার পৌঁছে দেওয়া হয়েছে পার্বতীপুরের পুরাতন বাজার এতিমখানা, নতুন বাজার এতিমখানা, মন্ডলপাড়া মাদ্রাসা, রুস্তমনগর আলিয়া দাখিল মাদ্রাসা, ছোট হরিপুর মাদ্রাসা ও পার্বতীপুর রেলওয়ে জংশনের কুলি শ্রমিকদের মাঝে। ইফতার বিতরণ করা হয়েছে রেলওয়ে জংশন এলাকার সুবিধা বঞ্চিত মানুষের মাঝেও। ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ডু-নেশন এবং মানবিক মানুষ সৈয়দ আপন আহসান যিনি নেপথ্যে থেকে গত দুই বছর ধরে নিরবে নিভৃতে এই কাজ করে আসছেন। ডু-নেশনের উদ্যোক্তা বিজ্ঞাপন নির্মাতা ও বাচিক শিল্পী সৈয়দ আপন আহসান ঢাকা ছাড়াও পার্বতীপুর সহ বিভিন্ন স্হানে মানবতার কল্যানে কাজ করছেন। রমজানের এই মাসে পার্বতীপুরের অতি দরিদ্র ৩শ’ জন করে মানুষের মাঝে প্রতিদিন ইফতারের ব্যবস্হা করেছেন তিনি। আর তা বাস্তবায়ন করছেন পার্বতীপুরের আরেক মানবিক মানুষ জনদরদী মোঃ আমজাদ হোসেন। পক্ষকাল ব্যাপী ইফতার বিতরণের স্হানীয় উদ্যোক্তা ও সার্বিক ব্যবস্থাপক ল্যাম্ব হাসপাতালের প্রজেক্ট ম্যানেজার মাহতাব লিটন ইফতার বিতরণের তথ্য প্রদান করে বলেন, ইফতার বিতরণের সময় আরো বাড়নো হতে পারে।