মঙ্গল. এপ্রিল 23rd, 2024

রংপুরের গংগাচড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :

রংপুরের গংগাচড়া উপজেলায় বাংলাদেশ আওয়ামীলী দল সম্পর্কে কটাক্ষ মন্তব্য করায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে মর্ণেয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন।

গত(২১জুলাই)বিকালে মর্ণেয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে খলিফার বাজারে মর্ণেয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সদস্য মোছাদ্দেক আলী আজাদ জাতীয় পার্টিতে যোগদান কালে আওয়ামীলী দল সম্পর্কে কটাক্ষ মন্তব্য করায় এ প্রতিবাদ সমাবেশ করা হয়।

প্রতিবাদ সমাবেশ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ তোফাইলুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তোরাব আলী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওমীলীগের সাংগঠনিক সম্পাদক রতন মিয়া, সদস্য পেয়ারা, ওয়ার্ড আওয়ালীগের সভাপতি জান বকস, সাধারন সম্পাদক চাঁন মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য শামসুল আলমসহ ইউনিয়ন আওয়ামীলীগ তার অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মোছাদ্দেক আলী আজাদ বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে বাংলাদেশ আওয়ামীলীগে যোগ দিয়ে আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতীক নিয়ে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হয়। পরবর্তী ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে হেরে যায়। পরে পূনরায় মোছাদ্দেক আলী আজাদ জাতীয় পার্টিতে যোগদান কালে আওয়ামীলীগকে কটাক্ষ করায় তীব্র প্রতিবাদ জানান নেতাকর্মৗবৃন্দ।