কাউনিয়ায় অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন উপদেষ্টা-আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
কাউনিয়া(রংপুর)প্রতিনিধি ঃ
রংপুরের কাউনিয়া উপজেলায় ব্যাপক উন্নয়ন করা হবে। বর্তমান সরকার প্রতিটি এলাকায় বৈষম্যমুক্ত উন্নয়ন ঘটিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। রাষ্ট্র সংস্কার ও মেরামতের জন্য রংপুর জেলায় বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রক্ত দিয়েছেন তাদের রক্ত বৃথা যেতে পারে না। এছারা কাউনিয়ায় তিস্তানদী ভাঙ্গন সমস্যা, খেলার মাঠ, রাস্তা-ঘাট, বীজ-কালভাট, পাঠাগার নির্মান, শিক্ষার মানউন্নয়নে যা যা করা দরকার তা করার সাধ্যমতো চেষ্টা করবো। পাঠাগার নির্মানের জন্য আপাতত ৫০লাখ টাকা বরাদ্দ দিয়ে গেলাম। তিনি আরো বলেন কাউনিয়ার উন্নয়নে আরও কিকি করা দরকার তা উপজেলা নির্বাহী অফিসার অথবা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা বড়ভাই আকতার হোসেন এর সাথে যোগাযোগ করে আমাকে জানাবেন আমি তা করার চেষ্টা করবো।
গত(২৬নভেম্বর)মঙ্গলবার দুপুরে কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা বলেন।
জেলা প্রশাসক রংপুর মোঃ রবিউল ফয়সাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সচিব মোঃ নজরুল ইসলাম, কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক। এসময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান, এলজিইডি অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল, উপজেলা সহকারী কমিশনান ভুমি মোঃ লোকমান হোসেন, প্রকৌশলী আসাদুজ্জামান জেমি প্রমূখ। বিতরণ শেষে পূর্ব হরিচরন শর্মা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভাঙ্গামাল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয়, আরাজি হরিশ^র সরকারী প্রাথমিক বিদ্যালয় এর ভবনের উদ্বোধন শেষে গার্ড অব অনার দেওয়া হয়।
উপদেষ্টাকে একনজর দেখার জন্য শতশত মানুষ উপজেলা পরিষ্ট ক্যাম্পাসে একত্রিত হন। উপদেষ্টার কাছে এলাকবাসীর দাবী উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক উপস্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধানের।
দুপুরের তিনি পীরগাছা থেকে হেলিকপ্টার যোগে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। সফর শেষে ঢাকার উদ্যোশে রওয়ানা করেন।