শনি. ডিসে. 14th, 2024

কাউনিয়ায় কৃষক উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় সার্টিফিকেশন বিষয়ক কৃষক/ উদ্যোক্তা প্রশিক্ষণ দেওয়া হয়েছে।


আজ(২৮ নভেম্বর) বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলে কৃষক/ উদ্যোক্তাগণকে প্রোগাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী রংপুরের অতিরিক্ত পরিচালক (উদ্যান) মোঃ হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বজল সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুস্তারী প্রমূখ।


প্রশিক্ষণে কৃষিতে নতুন উদ্যোক্তা তৈরী, উন্নত কৃষি বসত বাড়িতে সবজি বাগান, কমিউনিটিতে সবজি বাগান, উন্নত জাতের ধান,পোকা দমনের উপায়,বীজ সংরক্ষণের উপায়,সমন্বিত কৃষি চাষ,বন্যা সহনশীল ধান চাষ, আদা চাষের বিষয়সহ নানা বিষয়ের উপর কৃষক ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।