মঙ্গল. সেপ্টে. 17th, 2024

কাউনিয়ায় নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

স্টাফ রিপোর্টাার ঃ

রংপুরের কাউনিয়া উপজেলায় জাতীয় কর্মসূচির আলোকে দিনব্যাপি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন।

উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি ও শহীদদের স্বরণে কাউনিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পনের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠসন্তান বীর শহীদদের শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ। এসময় এক মিনিট নিরবতা পালন ও মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

সকাল সাড়ে আটটায় কেন্দ্রীয়ভাবে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন, অভিবাদন গ্রহণ শান্তির পায়রা উড়িয়ে এর শুভ শুচনা হয়। পরে কাউনিয়া থানা পুলিশ, আনছার ভিডিপি, ফায়ার সার্ভিস এর সমন্বয়ে কুচকাওয়াজ।

কুচকাওয়াজ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবধনা ও আলোচনা সভা। সংর্বধনা অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাফুজার রহমান, বীর মুক্তিযোদ্ধা কম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, সাবেক হারাগাছ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাকিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল জলিল যুগ্ন সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, প্রভাষক সরকার আবু ফেরদৌস হিরাসহ অন্যান্য অতিথিবৃন্দ।

শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।