কাউনিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার:
রংপুরে কাউনিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় -দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা সদর বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনছার আলী।
আজ বুধবার (৩১ জানুয়ারী) দুপুরে বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বালাপাড়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সচিব আকরাম হোসেন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক নিতাই রায়, ইউপি সদস্য হায়দার আলী, সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন দুলালসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা সদর বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনছার আলী বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় মানুষের পাশে থাকেন। আজ বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া এই শীতবস্ত্র বিতরণ করা হলো। এই কার্যক্রম অব্যাহত থাকবে।